হাড়কাঁপানো শীতে কাঁপছে পঞ্চগড়-তেঁতুলিয়া

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০২২ সময়ঃ ৩:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রচন্ড শীতে কাঁপছে। ভয়াবহ হাড়কাঁপানো শীতে কঠিন দিন পার করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাধারণ মানুষ। বিভিন্ন শ্রেণির খেটে খাওয়া মানুষ। ঠান্ডায় কাজে বের হতে পারছেন না কেউ। তবু পেটের তাগিদে অনেকে বের হয়েছেন।

শুক্রবার সকাল ৬টার দিকে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানায়, কদিন ধরেই প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে।

এ অঞ্চল হিমালয়-কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি থাকায় শীতের মাত্রাও একটু বেশি হয়। সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়ায় শীত নেমে আসে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হয়। জালাশি এলাকার রিকশাচালক আবদুল হাই বলেন, সকালে রিকশা নিয়ে বের হয়েছি।

প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। হাত-পা ঠান্ডায় শক্ত হয়ে যাচ্ছে। সকাল ১০টা বাজলেও কোনো যাত্রী মেলেনি। বোদা উপজেলার মানিকপীর এলাকার আজিজ বলেন, এবার পঞ্চগড়ে বেশি শীত পড়েছে। গায়ে মোটা কাপড় জড়িয়েও শীত মানছে না। বাইরে চলাফেরা করতে সমস্যা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজ্জামান বলেন, শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও কয়েক ঘণ্টার ব্যবধানে দশমিক ১ ডিগ্রি কমে সকাল ৯ টা ৮ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

এ অঞ্চলে অতিরিক্ত ঠান্ডার কারণে শীতজনিত রোগও বাড়ছে। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এর মধ্যে বেশিরভাগই শিশু। আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর চাপ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G