হিজাবের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
বসনিয়ার আদালতে এবং অন্যান্য আইনি প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক এবং হিজাব নিষিদ্ধ করায় বিক্ষোভ করেছেন বসনিয়ার বিক্ষুব্ধ নারীরা।
সম্প্রতি দেশটির হাই জুডিসিয়াল কাউন্সিল বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত যেকোনো ধর্মীয় প্রতীক এবং হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরই নারীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন। শিশুদেরকেও ঐ সমাবেশে অংশ নিতে দেখা গেছে।
নিষেধাজ্ঞায় সব ধরনের ধর্মীয় প্রতীকের কথা বলা হলেও বিশেষভাবে হিজাবের কথা উল্লেখ করা হয়েছে। আর এ কারণে এ ধরনের নিষেধাজ্ঞায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী সারাজেভোতে প্রায় ১ ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন রায় ২ হাজার নারী।
এসময় অনেকেই হিজাবের পক্ষে নানা স্লোগান দেন। ‘হিজাব আমার অধিকার’ লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বহু নারীকে। দেশটির মুসলিম রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দও নতুন এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন। বসনিয়ায় ৩৮ লাখ মানুষ বাস করে। এদের মধ্যে ৪০ শতাংশই মুসলমান। বাকিরা সনাতন ধর্মাবলম্বী এবং ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়।
এর আগে সাবেক জুগোস্লাভিয়ার অধীনে থাকাকালীন বসনিয়ায় ১৯৯২ সাল পর্যন্ত হিজাব নিষিদ্ধ ছিল। সেসময় কমিউনিস্ট কর্তৃপক্ষ হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। পরে বসনিয়া জুগোস্লাভিয়া থেকে স্বাধীন হয়।
প্রতিক্ষণ/এডি/এফটি