হিমালয়ের দেশে প্রথম নারী প্রেসিডেন্ট

প্রকাশঃ অক্টোবর ২৯, ২০১৫ সময়ঃ ১২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

151028133257_nepalese_president_640x360_afp_nocreditনেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপালের বিদ্যা ভান্ডারি । দেশটির পার্লামেন্ট আজ বুধবার তাঁকে এ পদে নির্বাচিত করেছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, বিদ্যা ভান্ডারি ৩২৭-২১৪ ভোটে সাবেক প্রতিরক্ষামন্ত্রী কুল বাহাদুর গুরুংকে হারিয়ে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন। বিদ্যা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারপারসন। তিনি বর্তমান রাষ্ট্রপতি রাম বরণ যাদবের স্থলাভিষিক্ত হবেন।
২৪০ বছরের রাজতন্ত্রের অবসানের পর যাদব ২০০৮ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বিদ্যা ভান্ডারি কিশোর বয়সে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি রাজতন্ত্র থেকে দেশটিকে মুক্ত করার আন্দোলনে যুক্ত ছিলেন। পরে তিনি সহযোদ্ধা বামপন্থী মদন ভান্ডারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
১৯৯৩ সালে গাড়ি দুর্ঘটনায় তাঁর স্বামী মারা যান। দুই সন্তানের জননী বিদ্যা তখন রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি পার্লামেন্ট নির্বাচনে জয়ী হন।

বর্তমান প্রেসিডেন্ট যাদব দুই বছরের জন্য এই পদে আসীন হয়েছিলেন। তবে ওই সময়ের মধ্যে নতুন একটি সংবিধানের ব্যাপারে নেপালের রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসতে না পারায় তাঁর দায়িত্বকাল বেড়ে যায়। অবশেষে নেপাল গত মাসে নতুন একটি সংবিধান প্রণয়ন করেছে।

৫৪ বছর বয়সী বিদ্যা শীর্ষপদে নির্বাচিত হওয়া দ্বিতীয় নারী। এর আগে দেশটির প্রথম নারী স্পিকার নির্বাচিত হন অনসারি ঘারতি মাগার।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G