হিমালয়ে শক্তিশালী ভূমিকম্পের আশংকা
আন্তর্জাতিক ডেস্ক
হিমালয় অঞ্চলে শীঘ্রই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বলে জানিয়েছেন ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। রিখটার স্কেলে এর মাত্রা ৮ দশমিক ২ বা তার চেয়ে বেশি হতে পারে।
বিশেষজ্ঞরা বলেছেন, গত সোমবার ভারতের মনিপুরে যে ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হেনেছে, শীঘ্রই হিমালয় অঞ্চলে তার চেয়েও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। মনিপুরে ৬ দশমিক ৭, ২০১৫ সালের মে মাসে নেপালে ৭ দশমিক ৩ ও ২০১১ সালে সিকিমে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের ফলে হিমালয় অঞ্চলের টেটনিক প্লেট ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর ফলে ভবিষ্যতে এই অঞ্চলে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে।
এনআইডিএমের পরিচালক সন্তোষ কুমার জানান, নেপাল, ভূটান, মিয়ানমার ও ভারতের আন্তঃসংযোগ প্লেটগুলো ভয়বাহ বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে।