হিরোশিমায় মার্কিন প্রেসিডেন্ট ওবামা
প্রতিক্ষণ ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের হিরোশিমা নগরীর আনবিক বোমা হামলার স্থানটিতে সফর করেছেন। আজ শুক্রবার প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি এ স্থানে সফর করেন এবং স্মৃতিসৌধে ফুল অর্পণ করেন।
বিষন্ন চেহারার বারাক ওবামা ঐ হামলায় যারা প্রাণে বেঁচে গিয়েছিলেন তাদের সাথে কথা বলেন এবং স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণকরেন। এ সময় তার সাথে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
এর পর এক ভাষণে প্রেসিডেন্ট ওবামা বলেন, হিরোশিয়ার ওপর আনবিক বোমা হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল যে মানবজাতি নিজেকে ধ্বংস করার ক্ষমতা তৈরি করে ফেলেছে।
উল্লেখ্য যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে আনবিক বোমা ফেলে শহরটিক ধ্বংস করেছিল। এই বোমা হামলায় হিরোশিমার এক লক্ষ ৪০ হাজার বাসিন্দা প্রাণ হারান।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া