হুমকির সম্মুখে পৃথিবীর অস্তিত্ব!
তারিক হাসান:
প্রায় ৪.৪ বিলিয়ন বছর আগে একটি ছোট গ্রহের সাথে পৃথিবীর একটি বিশাল মহাজাগতিক সংঘর্ষের ফলে এই পৃথিবীতে প্রাণের সূত্রপাত ঘটে। বিজ্ঞানীদের মতে, পরবর্তী বছর গুলোতে পৃথিবীর কার্বন তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়ে মহাশূন্যে চলে যায়। যার ফলে, এই পৃথিবীতে জীবনের সঞ্চার ঘটে। অন্যথায়, এই পৃথিবীতে জীবনের অস্তিত্ব অসম্ভব ছিল।
কিন্তু রাইস ইউনিভার্সিটি, টেক্সাস এর বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, মানুষসহ সব ধরনের জীব পরবর্তী সময়ে সৌভাগ্যবান হিসেবে এই পৃথিবীতে টিকে আছে। কারণ এই পৃথিবী এখন কার্বন উৎপাদনের যন্ত্রে পরিণত হয়েছে।
যার ফলে এই পৃথিবী প্রতিনিয়ত উত্তপ্ত হয়ে উঠছে এবং পূর্বের মতো এই গ্রহে জীবন ধারন অসম্ভব হয়ে যাবে। রাইস ইউনিভার্সিটির শিলাতাত্ত্বিক রাজদীপ দাশগুপ্ত বলেন,যদি পৃথিবীর কার্বন বাষ্পে পরিণত করে মহাশূন্যে পাঠানো না যায় ,তাহলে এই গ্রহটি শেষ পর্যন্ত একটি গলিত ধাতব গ্রহে পরিণত হবে। কারণ আমাদের এই গ্রহ লোহা ও অন্যান্য ধাতুতে সমৃদ্ধ যেখানে, কার্বনের সাথে এদের একটি শক্তিশালী সম্বন্ধ আছে।
প্রতিক্ষণ/এডি/শাআ