হৃদয়ে অস্ত্রোপচার

প্রথম প্রকাশঃ নভেম্বর ২, ২০২২ সময়ঃ ১২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩০ অপরাহ্ণ

কবি - শিবির আহমেদ লিটন

হৃদয়ে অস্ত্রোপচার
বন্ধু তোর অনুভূতি হীন হৃদয়টায়
নিজ হাতে অস্ত্রোপচার করবো
একটা সুন্দর হৃদয় স্থাপনার জন্যে
আমার হৃদয় অনুভূতিটা
তোর হৃদয়ে জাগ্রত করার জন্যে,
আমি কতটুকু ভালোবাসি তোরে
কতটুকু ভালোবাসলে হৃদয় কান্নায়
বহমান নদী ধারা সৃষ্টি হয় বুকে।

বন্ধু তোর হৃদয় অনুর্বর জমিটা
বর্ষার জল পলিতে উর্বর করবো
ফোঁটাতে প্রেম কাননে হাজারো ফুল,
বুকলে মালা গাঁফবো খোপায় জড়াতে
রজনীগন্ধায় সাজাবো সজ্জা দূর।

বন্ধু তোর দৃষ্টিহীন চোখে
এক সূর্য আলো অধিরোপণ করবো
শাজাহান মমতাজের প্রেম স্তম্ভ দেখাতে
দেখাতে, ইতিহাস খচিত হাজার গল্পের
ধারাবাহিক প্রেমের উপন্যাস।

বন্ধু, তোরে বুকে বাপাশটায়
উনত্রিশ বৎসর জেল বন্দী করে রাখকো
তোকে দেখাতে আর বার বার বুঝাতে
হৃৎপিন্ড হীন বুকে অনুভূতি, আর
সূর্য-হীন পৃথিবীর নৃশংসতা।

বন্ধু তোর অনুভূতি হীন হৃদয়টায়
নিজ হাতে অস্ত্রোপচার করবো
একটা সুন্দর হৃৎপিন্ড স্থাপনার জন্যে
দেখাতে, তোর শূন্যতায় হৃৎপিন্ডের কাপন
রক্ত কোষ ধ্বংসের এক প্রলয় লীলা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G