হৃদয়-সুজানার পর শিমুল-নাদিয়া!

প্রথম প্রকাশঃ এপ্রিল ১০, ২০১৫ সময়ঃ ৯:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

shimul_khan_nadiraকণ্ঠশিল্পী হৃদয় খান ও সুজানার ঘর ভাঙার বিষয়টি মিডিয়ায় জানাজানি হওয়ার রেশ কাটতে না কাটতেই এবারে জানা গেল অভিনয়শিল্পী মনির খান শিমুল ও নাদিয়া আহমেদের মধ্যে বিচ্ছেদের খবর।

মতের অমিলের কারণে বছর খানেক আগে থেকেই তারা আলাদা থাকা শুরু করেন বলে উভয়ের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। তবে শিমুল ও নাদিয়ার পাঁচ বছরের দাম্পত্যজীবনের ইতি টানার খবর জানাজানি হয় সম্প্রতি।

জানা যায়, এর মধ্যে ভালোবাসার টানে আবার শিমুলের সংসারে ফিরে যান নাদিয়া। কিন্তু তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। এ কারণে বিচ্ছেদে যেতে হলো তাদেরকে।

শিমুল-নাদিয়া ২০০৩ সালে একে অপরের প্রেমে পড়েন। দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে বিয়ের বন্ধনে জড়ান দু’জনে। গত বছরের মাঝামাঝি তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। কিন্তু গণমাধ্যমের কাছে বরাবরই তা গোপন রেখেছিলেন তারা।

প্রতিক্ষণ/এডি/এআই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G