ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
সেমিফাইনালের প্রথম লীগে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে এক পা দিয়েই রেখেছিলো বার্সেলোনা।
তবে গতরাতে তাদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনাতে গিয়ে যদিও ৩-২ গোলে হেরেছে, তারপরও গোল ব্যবধানে এগিয়ে থেকে ৫-৩ গোলে জিতে ফাইনালে উঠে গেছে লুইস এনরিকের দল।
বার্লিনের ফাইনালে খেলতে হলে জার্মান চ্যাম্পিয়নদের প্রয়োজন ছিল চার গোলের ব্যবধানে জয়।
প্রাণপণ খেলে ম্যাচটি জিতলেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার শিষ্যদের।
মেহদি বেনাতিয়ার গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোল করে ফাইনালে নেওয়াটা প্রায় নিশ্চিত করে ফেলেন নেইমার। দ্বিতীয়ার্ধে রবের্ত লেভানদোভস্কি আর থমাস মুলারের গোলে জয় নিয়ে মাঠ ছাড়া বায়ার্নের সঙ্গী হয় শুধুই হতাশা।
এ নিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল বার্সা। দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের লক্ষ্যটা আর খুব দূরে মনে হচ্ছে না কাতালান জায়ান্টদের জন্য। লা লিগার শিরোপা প্রায় নিশ্চিত করা দলটি স্প্যানিশ কাপের ফাইনালেও উঠে আছে।
আগামী ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পঞ্চম শিরোপা জেতার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে আজ রাতের রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাসের মধ্যে জয়ী দল।