হেরে গেল দ: কোরিয়া

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৮, ২০২২ সময়ঃ ৯:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপে বড় দল গুলো ছোট দল ‍গুলো কাছে নাকানি-চুবানি খাচ্ছে। এটা যেন প্রতিদিনের ঘটনা হয়ে গেছে। গতকাল বেলজিয়ামের হারের পর আজ বড় দল হিসেবে দক্ষিণ কোরিয়া ২৮তম ফিফার দল হয়েও ৬১তম দল ঘানার কাছে হেরে গেল ২-৩ গোলের ব্যবধানে। এই জয় দিয়ে ঘানা শেষ ১৬-তে যাবার এটা সুযোগ হাতে রেখে দিল। শেষ ম্যাচটায় জিতে গেলে বা ড্র-র হিসেবে যেতে পারলেও . . . .।

ম্যাচের ২৪ মিনিটে সালিসুয়ের গোলে এগিয়ে যাওয়া ঘানাকে ৩৪ মিনিটে আরো এক ধাপ এগিয়ে দিলেন কুদুস মোহাম্মদ (২-০)।

২ গোলে পেছনে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা দক্ষিণ কোরিয়া ৫৮ মিনিটে চো গুইসুংয়ের দেয়া গোলে পার্থক্যটা কমিয়ে দেন। এরপ ৩ মিনিট পর ৬১ মিনিটে সেই চো গুইসুংয়ের গোলেই কোরিয়া সমতায় যায় (২-২)

কিন্তু এবারও ম্যাচে ফিরে আসে ঘানা, আবারো ঘানা কুদুস মোহাম্মদ ৬৮ মিনিটে দলকে তৃতীয় গোল উপহার দিয়ে জয়ের পথে নিয়ে যান (২-৩)। যা তার নিজের দ্বিতীয় গোল ছিল।

এই হারে যে কোরিয়ার বিদায় ঘন্টা বেঁজে উঠবে সেটা জান ছিল তাদের। তাই তো মূহু মূহু আক্রমণে দিশেহারা ঘানার রক্ষণ ভাগ। কিন্তু কোরিয়ার ১০ জন মিলে ৯০ মিনিটে ২-৩  গোলে পেছনে থেকে অতিরিক্ত ১০ মিনিটে গোলের দেখা পায়নি।

সবচেয়ে বড় কথা ভাগ্যটা যেন ঘানা সঙ্গে করে নিয়েই মাঠে নেমেছিল। তা নয়তো এভাবে একাধিক গোল থেকে বঞ্চিত হবে কেন?

কোরিয়া ১ হার আর ১ ড্র-তে ১ পয়েন্ট। আর ঘানার ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট। পরের ম্যাচটা তাই কোরিয়ানদের জয় পেতেই হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G