ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
পারফরম্যান্সের গ্রাফ নীচে নীচে নামতে নামতে শেষ পর্যন্ত পরাজয়ই বরণ করতে হলো রিয়াল মাদ্রিদকে। সান ম্যামেসে গিয়ে স্বাগতিক অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে হেরে আসতে হলো ১-০ গোলের ব্যবধানে।
ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও রিয়ালের থেকে এক ম্যাচ কম খেলা আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার পরের ম্যাচে শীর্ষে উঠার সুযোগ তৈরি হল।
প্রায় সাড়ে ৫২ হাজার দর্শকের উপস্থিতিতে আদুরিজের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক হিসেবে খেলতে নামা অ্যাতলেতিকো বিলবাও।
বিলবাওয়ের ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে খুঁজে পাওয়া যায়নি রিয়ালের হয়ে খেলতে নামা ক্রিস্টিয়ানো রোনালদো, টনি ক্রুস, ইসকো, গ্যারেথ বেল আর করিম বেনজেমাদের। গত ম্যাচে রিয়াল অপেক্ষাকৃত দুর্বল দল ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র করেছিল।
ম্যাচের ২৬ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে গোলটি করেন আদুরিজ। মাইকেল রিকোর অ্যাসিস্টে গোল করেন আদুরিজ। ফলে, ১-০ গোলের লিড নেয় বিলবাও।
যার কারণে দুই ম্যাচ থেকে ৫ পয়েন্ট হারিয়ে এখন শীর্ষস্থানই হারানোর পথে রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষেই তারা। তবে সেটা আজ হারিয়ে ফেলতে পারে তারা। কারণ, আজ রাতেই নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে রায়ো ভায়োকানোর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এ ম্যাচে জিতলেই কাতালানরা উঠে যাবে শীর্ষে। এ মুহূর্তে ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯।
প্রতিক্ষণ/এডি/আকিদ