হেলভেটাস এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে নারী দিবস উদযাপন

প্রকাশঃ মার্চ ৮, ২০২০ সময়ঃ ৭:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৭ অপরাহ্ণ

আজ আন্তর্জাতিক নারী দিবস। ইউ.এন.উইমেন এর প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে কক্সবাজারে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন এর এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রজন্ম হোক সমতার: উপলদ্ধি করি নারীর অধিকার’। এ উপলক্ষ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা ‘হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ’এক অনুষ্ঠানের আয়োজন করে।

দুপুর ১টায় কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্প ইনচার্জ মমতা আফরিন।

তিনি বলেন, এই বিশেষ দিনে আমাদের সংকল্প করা উচিত পরিবারের মা, বোন, মেয়ে সন্তানদের প্রতি আজ থেকে সম্মান প্রদর্শনের।

অনুষ্ঠানে উপস্থিত রোহিঙ্গা নারী বলেন, সরকারোত্তন মাইফুয়া লিডার রাইখিদে ইয়েন বেশি গম লার(সরকার থেকে মেয়ে সভাপতি পাঠিয়েছে বলে খুব ভালো লাগছে।)।

হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন এর জেন্ডার এন্ড কমিউনিটি পার্টিসিপেশন কোঅরডিনেটর তাজিন আক্তার বলেন, যেহেতু নারী-পুরুষ এর বৈষ্যম্য বরাবরই চোখে পড়ে মানবেতর জীবনযাপন করা এই রোহিঙ্গা নারী পুরুষের মাঝে। সুতরাং তাদের মধ্যে বৈষম্য দূর করা একদিনে সম্ভব নয় এবং তা বেশ কষ্টসাধ্য ব্যাপার। সাদা গোলাপ বিনিময়ের মাধ্যমে নিশ্চিত হোক একতা, পারস্পরিক সম্প্রীতি ও সমঅধিকার।

অনুষ্ঠানটি একজন নারীর সভাপতিত্বে হওয়ায় উপস্থিত রোহিঙ্গা নারীদের কাছে তা ছিল বেশ উৎসাহব্যঞ্জক।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G