হেলিকপ্টারে রাখালদের গরু চড়ানো

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৭ সময়ঃ ৭:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Cow 01লাঠি হাতে রাখালরা গরু চড়ানোর কাজটি অনায়াসেই করে থাকলেও একেবারেই ভিন্ন একটি চিত্র দেখা যাবে অস্ট্রেলিয়ান রাখালদের বেলায়। দেশটির একটি অঞ্চলে হেলিকপ্টারে করে মাঠে গরু চড়ানোর কাজটি করে আসছে রাখালরা।

একেতো গোয়ালঘর থেকে চারণভূমির দূরত্ব ৫০ কিলোমিটার, অন্যদিকে গরুর সংখ্যা দুই হাজারেরও বেশি।

তাই, পায়ে হেঁটে মাঠে গরু চড়ানিরা সম্ভব না হওয়ায়, এ কাজের জন্য হেলিকপ্টারকে বেছে নিয়েছে রাখালরা। পায়ে হেঁটে যেখানে তাদের গরু চড়াতে এক মাসেরও বেশি সময় লেগে যেতো, সেখানে হেলিকপ্টারের মাধ্যমে মাত্র ৫দিনেই করা যাচ্ছে এই কাজ।

হেলিকপ্টারে করে গরুগুলোকে ৫০ কিলোমিটার দূর হতে তাড়িয়ে  ৮ কিলোমিটার দূরত্বের মধ্যে নিয়ে আসার পর ভূমি রাখালরা যোগ দিয়ে থাকে গরুর পাল সামাল দেয়ার জন্য। বাকিপথ তারাই গরুগুলোকে তাড়িয়ে নিয়ে যায়। 

cow 02

বিবিসি ওয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ারে ঐ রকম বিশাল মাঠে গবাদি পশুর সংখ্যা প্রায় ৩ কোটি। গরু চড়াতে গিয়ে দেশটিতে প্রতিবছর গড়ে দশজন দক্ষ পাইলট হেলিকপ্টার বিধ্বস্তের শিকার হয়ে থাকেন।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G