হেলিকপ্টার বিধ্বস্ত: দুই রাষ্ট্রদূতসহ নিহত ৬

প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

helicupterপাকিস্তানে বিদেশি কূটনীতিকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূতসহ  ৬ জন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে পার্বত্য অঞ্চল গিলগিট-বালতিস্তানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

নিহত অপর চার জনের মধ্যে দু`জন হলেন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী। বাকি দুইজন পাইলট।

বিবিসির খবরে বলা হয়েছে, জরুরি অবতরণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে কেন জরুরি অবতরণ করছিল তা উল্লেখ করা হয়নি।

পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিম বাজওয়া শুক্রবার টুইটার বার্তায় জানিয়েছেন, এম-১৭ হেলিকপ্টারটিতে ১৭জন আরোহী ছিল। এদের মধ্যে ১১জনই বিদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্য।

গুরুতর আহত হয়েছেন পোল্যান্ড ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত। আহতদের দ্রুত গিলিগিটে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার নালতার উপত্যকা সফর বাতিল করেছেন। তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদন প্রকাশ করেছেন।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G