হোমমেইড সানস্ক্রিন বার
শীতে গায়ের রং কালো হয়ে যায় সূর্যের অতিরিক্ত তাপের কারণে। আর এই অতিরিক্ত তাপ থেকে নিজের ত্বক বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করা খুব বেশি জরুরি ।
আজ আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে ঘরে বসে সানস্ক্রিন তৈরী করা যায় তার পদ্ধতি-
সানস্ক্রীন বার তৈরির উপকরণ:
১ কাপ নারকেল তেল
১ কাপ শী বাটার/কোকো বাটার/ম্যাংগো বাটার (বা তিনটি সমান 1 কাপ একটি মিশ্রণ)
১ কাপ মোম
২ টেবিল চামচ (অথবা আরও বেশি) নন-ন্যানো জিঙ্ক অক্সাইড
ভিটামিন ই তেল
ডাবল বয়লার
সিলিকন ছাঁচ
জিঙ্ক অক্সাইড বাদে সব উপকরণ মিক্স করুন। ডাবল বয়লারে পানি দিয়ে মৃদু আঁচে গরম করুন যতক্ষণ পর্যন্ত সব উপকরণ গোলে মিশে না যায়।
এবার চুলা থেকে নামিয়ে জিঙ্ক অক্সাইড মিক্স করুন।
এবার আপনার পছন্দ মতো ছাঁচে ঢেলে সম্পূর্ণভাবে ঠান্ডা করুন।
(সিলিকন বেকিং কাপে রেখেও ঠান্ডা করতে পারেন)
সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে এলে আপনি ফ্রীজে ৮০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন।
প্রতিক্ষণ/এডি/তাজিন