হোয়াটস অ্যাপে ভয়েস কল
আইটি ডেস্ক প্রতিক্ষণ ডট কম
অবশেষে হোয়াটস অ্যাপে এলো বহু প্রতীক্ষিত ভয়েস কলিং সুবিধা। তবে প্রথমদিকে শুধুমাত্র অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধাটি উপভোগ করতে পারবেন। গুগল প্লে স্টোরের হোয়াটস অ্যাপের সর্বশেষ সংস্করণে রয়েছে ভয়েস কলিং ফিচার।
অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী যেভাবে টেক্সট মেসেজ পাঠাতেন, একইভাবে ভয়েস কল করতে পারবেন।
ডাচ সাইট অ্যান্ড্রয়েডওয়ার্ল্ড-এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করেছে। যা উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
তবে এই ফিচার মোবাইলে পাওয়ার আগে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
হোয়াটস অ্যাপে ভয়েস কলিং ফিচার রয়েছে এমন গ্রাহকের কাছ থেকে ওই ফিচার ব্যবহার করে নিজের স্মার্টফোনে কল আসতে হবে। কল রিসিভ করে অ্যাপ-টি বন্ধ করে আবার খুলতে হবে। এরপরই ফোনের স্ক্রিনে তিনটি কলাম দেখতে পাবেন ব্যবহারকারীরা, যার মধ্যে একটি কলের জন্য।
এরপর নিজের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস কল করতে পারবেন ব্যবহারকারীরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে খুব শিগগিরই সবার জন্য অবমুক্ত করা হবে ফিচারটি।
প্রতিক্ষণ/এডি/রবি