হ্যাকার ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন-আমেরিকা

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক, প্রতিক্ষণ ডট কম :

hakkerব্রিটেন ও আমেরিকা হ্যাকার ঠেকাতে সাইবার যুদ্ধের মহড়ায় নামার পরিকল্পনা করেছে। সম্ভাব্য সাইবার হামলার বিরুদ্ধে প্রতিরোধ জোরদারের লক্ষ্যে এ মহড়ার সময় দেশ দু’টি পরস্পরের ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো হ্যাক করার চেষ্টা করবে।

এ ছাড়া, ব্রিটেন ও আমেরিকা যৌথ সাইবার সেল গঠন করবে। এ সেল উভয় দেশের গোয়েন্দাদের নিয়ে সাইবার মহড়ার আয়োজন করবে। এ ছাড়া, সাইবার হুমকির তথ্য বিনিময় করবে এবং হ্যাকারদের বিরুদ্ধে লড়াই চালানোর সেরা পন্থাও নির্ধারণ করবে এ সেল।

এ সাইবার সেলের মার্কিন ডিভিশন এরই মধ্যে স্থাপন করা হয়েছে। এতে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই, জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ, ব্রিটিশ আড়িপাতার সংস্থা জিসিএইচকিউ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ থেকে নেয়া লোকবল সেখানে নিয়োগ দেয়া হয়েছে।

চলতি বছরের শেষ নাগাদ প্রথম সাইবার মহড়া চালানো হবে। এ মহড়ায় সহায়তা করবে ব্যাংক অব ইংল্যান্ড এবং মহড়া চলাকালে লন্ডন ও ওয়াল স্ট্রিটের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালানো হবে।

-ইরান বাংলা রেডিও

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G