হ্যাট্রিক পেনাল্টি শুটআউট ফিরিয়ে ইতিহাস বনে গেলেন

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৬, ২০২২ সময়ঃ ২:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের যতো রেকর্ড বা ইতিহাস সবই লেখা হবে ১৮ ডিসেম্বর ফাইনালের দিন। কিন্তু আগেই ইতিহাস বনে গেলেন ক্রোশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিক।

নকআউট পর্বে ক্রোশিয়ার প্রতিপক্ষ ছিল জাপানের মতো শক্তিশালী উঠতি শক্তির ফুটবল দল। জাপানের শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ৯০ মিনিটের ম্যাচে জেতা সম্ভব হয়নি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানারআপ দল ক্রোশিয়ার।

১-১ ব্যবধানে ড্র নিয়ে ৯০ মিনিট শেষ করে দুই দল মাঠ ছাড়ে। নিয়ম অনুযায়ী ১৫ মিনিটে করে ৩০ মিনিটের অতিরিক্ত সময়েও ড্র-ই থাকল।

এবার বাধ্যতামুলক পেনাল্টি শুটআউট পর্ব। আর তাতে জাপান হেরে গেল। তার চেয়ে ভাল জাপানকে রুকে দিল ক্রোশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিক।

বিশ্বকাপের আসরে তিনটি হ্যাট্রিক পেনাল্টি কিক আটকে দেবার ঘটনা এটাই প্রথম। এর আগে কোন ম্যাচে এমন ইতিহাসের নজির নেই। ডোমিনিক লিভাকোভিক বিশ্বফুটবলে ইতিহাস বনে গেলেন।

পেনাল্টি শূটআউটের ফলাফল ৩-১ ব্যবধান, পর ২টি পেনান্টি মিস করা জাপান পারবে না এটা বোঝা হয়ে গিয়েছি। জাপানের ১০ নম্বর মিস কররেন, এরপর ক্রোশিয়ার ১৩ নম্বর গোল দিলেন, জাপানের দ্বিতীয় শূটে ৯ নম্বর মিস করলেন। ক্রোশিয়ার ১১ নম্বর গোল দিলেন (২-০)। তৃতীয় শূটে জাাপনের ১৮ নম্বর গোল পেলে ২-১ হয়। ক্রোশিয়ার তৃতীয় শূটে মিস করলেন ১০ নম্বর (২-১)। ৪র্থ শূটে জাপানের ২২ নম্বর মিস করলে ইতিহাস রচনা করলে ক্রোশিয়ানর গোলরক্ষক। যা বিশ্বকাপ ফুটবলে ইতিহাস। এরপর ৪র্থ শূটে ক্রোশিয়ার একটি গোল হলেও চলত, কারণ হাতে ছিল ২টি সুযোগ। ৪র্থ শূটে ক্রোশিয়ার ১৫ নম্বর ঠিকই গোল আদায় করলে ৩-১ ব্যবধােনে কোয়ার্টার ফাইনালে উঠে যায়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G