হ্যাপির বিয়ে হচ্ছে না

প্রথম প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ৪:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

happy-2সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপিকে নিয়ে আবারো গণমাধ্যমে তোলপাড় তৈরী হয়েছে।

তবে এবারের পর্বে রুবেল কে নিয়ে নয়, তার বিয়ে নিয়ে। গতকাল মঙ্গলবার এই অভিনেত্রী তার ফেসবুকের এক স্ট্যাটাসে জানান, তিনি বিয়ে করতে যাচ্ছেন। আজ বুধবার ফেসবুকে তিনি তার বোল পাল্টিয়ে জানান, তিনি বিয়ে করছেন না এবং কখনও করবেন না।

বুধবার ফেসবুকে তিনি লেখেন-বিয়ের জন্য স্টেটাস দেওয়ার পর থেকে সবার কমেন্টস দেখে আমি হাসতে হাসতে শেষ। মন খারাপ ছিলো তাই ফান করেছি। এ নিয়ে সবার কাছে স্যরি। বিয়ে নিয়ে ফান করার জন্য। আমি কোন বিয়ে করছি না এবং  করবও না কখনো।

বিশ্বস্ত এক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গুলশান-১ এর একটি রেস্টুরেন্টে বাংলালিংক কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হবেন হ্যাপী নাজনীন। এক লাখ গ্রাহকের ভেতর থেকে ১০ জন গ্রাহককে বাছাই করেছে মোবাইল কোম্পানিটি। মূলত তাদের সঙ্গে আ্ড্ডা দিতে সেখানে যাবেন তিনি।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় হ্যাপির অভিষেক হয়।

এ ছাড়া মুক্তি অপেক্ষায় রয়েছে ‘রিয়েল ম্যান’। সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন তিনি। ফাহিম ইসলামের ‘বলছি তোমায়’ এ্যালবামের ‘জানি তুমি আসবে ফিরে’ গানের ভিডিওতে মডেল হয়েছেন হ্যাপি।

প্রতিক্ষণ/এমআর/এডি/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G