আন্তর্জাতিকে ডেস্ক
হ্যারি কেনের আগ্রাসনে প্রিমিয়ার লীগে বুধবার ক্রিস্ট্যাল প্যালেসকে ৪-০ গোলে পরাজিত করেছে টটেনহ্যাম হট স্পার্স। ম্যাচে জোড়া গোল করেছেন ইংলিশ অধিনায়ক। এদিকে সাউদাম্পটনকে ১-০ গোলে
হারিয়ে রেলিগেশন জোন থেকে মুক্তি পেয়েছে নটিংহ্যাম ফরেস্ট। বুধবার অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে উল্ফস ১-১ গোলে অ্যাস্টনভিলা এবং ওয়েস্টহ্যাম ২-২ গোলে ড্র করেছে লিডসের সঙ্গে।
বিশ্বকাপ শেষ হবার পর প্রিমিয়াল লিগে কোচ এন্টনিও কন্টের স্পার্স আগের দুই ম্যাচ থেকে মাত্র একটি পয়েন্ট সংগ্রহ করতে পেরেছিল। ধারবাহিকতার অভাবে আগের মৌসুমটি তারা শেষ করেছিল তালিকার চতুর্থ
স্থান নিয়ে। এর আগে ইন্টার মিলান, চেলসি ও জুভেন্টাসে সাফল্য পাওয়া ইতালিয় ওই কোচ দলীয় পারফর্মেন্সে বেশ অসন্তুষ্ট। যে কারণে শিষ্যদের সতর্ক করে দিয়ে বলেছেন যারা শতভাগ দিয়ে খেলবে কেবল
তাদের পাশেই থাকবেন তিনি।
গত সোমবার হোম ম্যাচে অ্যাস্টনভিলার কাছে ২-০ গোলে হেরে যাবার পর শিষ্যদের প্রতিক্রিয়া দেখার
অপেক্ষায় ছিলেন তিনি। গতকাল প্রথমার্ধে প্রত্যাশিত পারফর্মেন্স না পেলেও শেষ পর্যন্ত সাফল্য পায় দল।
খেলা শেষে স্কাই স্পোর্টসকে কন্টে বলেন,‘ এই দলের আচরণ সবসময় দেখার মতো। সম্ভবত অ্যাস্টন ভিলার
বিপক্ষে আগের ম্যাচে জোড়ালো প্রতিক্রিয়া দেখাতে পারেনি তারা। তবে অন্য ম্যাচগুলোতে তাদের পারফর্মেন্স ছিল দেখার মতো। এটি খুবই গুরুত্বপুর্ন। আমরা তিন পয়েন্ট লাভ করেছি। আমরা ভালো
অবস্থানে থাকার চেস্টা অব্যাহত রাখব। আপনি যদি জয় না পান তাহলে মনোবল কমে যায়। তাই জয় পাওয়া খুবই গুরুত্বপুর্ন।’
সেলহার্ট পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে নিয়ন্ত্রন ছিল স্পার্সদের দখলেই। ঘাটতি ছিল পরিকল্পিত আক্রমনে। শেষ পর্যন্ত গোল রক্ষক হুগো লোরিসের দক্ষতায় গোলশুন্য ড্রয়ের মাধ্যমে শেষ হয় প্রথমার্ধ।
তবে বিরতি থেকে ফেরার পর অন্য চেহারায় নিয়ে ফিরে আসে স্পার্সরা। বিশেষ করে অধিনায়ক হ্যারি কেন ছিলেন আগ্রাসী। নির্মম আক্রমনের মাধ্যমে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ ও ৫৩ মিনিটে গোল করে স্পার্সদের
এগিয়ে দেন তিনি। প্রিমিয়ার লিগের ৩০০তম ম্যাচে খেলতে নামা এই ইংলিশ তারকা মাত্র ৫ মিনিটের ব্যবধানে গোল দুটি করার মাধ্যমে পৌঁছে গেছেন ক্লাবের সর্বোচ্চ গোলের রেকর্ডের কাছাকাছি, মাত্র দুই
গোলের দূরত্বে। ২৬৬ গোল নিয়ে ওই রেকর্ডটি এখনো পর্যন্ত দখল করে রেখেছেন জিমি গ্রিভস।
৪৮তম মিনিটে ইভান পেরিসিচের ক্রস থেকে পাওয়া বল গোলে পরিণত করে গোল খরা দূর করেন কেন। ৫৩
মিনিটে ব্রায়ান গিলের কাছ থেকে বল নিয়ে নিচু শটে গোল করে স্পার্সদের দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন তিনি।
৬৮ মিনিটে ম্যাট ডোহার্টির গোলে নিরাপদ দূরত্বে পৌঁছে যাওয়া স্পার্সের হয়ে ৭২ মিনিটে চুতুর্থ ও শেষ গোলটি করেন সন হিউং- মিন । এই জয়ে স্পার্সদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। তালিকার চতুর্থ স্থানে থাকা
ম্যানচেস্টোর ইউনাইটেডের চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে তারা।