ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১০ম ক্রিকেট লীগের লংগার ভার্সন কাল শুরু হচ্ছে। বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।
১০ম ক্রিকেট লীগের এক দিনের ভার্সন আগেই শেষ করেছে বিসিবি। ৪টি দল ৬০ ক্রিকেটার নিয়ে ৫ ভেন্যুতে কাল থেকে শুরু করে নতুন বছর ২০২৩ সালের ৫ মার্চ অবদি চলবে লংগার ভার্সন এ আসর।
তবে চট্টগ্রম, বগুড়া, কক্সবাজার ও রাজশাহীতে সব গুলো চার দিনের ম্যাচ অনুুষ্ঠিত হবার পর ২-৫ মার্চ ২০২৩ সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল দিয়ে এ আসর শেষ হবে।
বিসিবির লংগার ভার্সনে চার দলগুলো হলো- বিসিবি সেন্ট্রাল, বিসিবি নর্থ, বিসিবি সাউথ ও ইসলামী ব্যাংক।
কাল প্রথম ম্যাচে রাজশাহী ভেন্যুতে মাঠে নামবে বিসিবি সেন্ট্রাল বনাম ইমলামী ব্যাংক। অপর ভেন্যু বগুড়ায় মাঠে নামবে বিসিবি নর্থ বনাম বিসিবি সাউথ।