ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে শেষ হলো বিসিএলের ১০ম আসর। আজ মিরপুরে অনুষ্ঠিত হয়ে গেল এর ফাইনাল। ৩ উইকেটে বিসিবি সাউথ জোনকে বিসিবি নর্থ জোন পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
টস জিতে সাউথ জোন বল হাতে তুলে নিয়ে বিসিবি নর্থ জোনকে ব্যাট করতে পাঠায়। ব্যাট হাতে নর্থ জোন ৫০ ওভারে ৮ উইডকেটে জমা করে ২৪৪ রান। মিডল অর্ডারে ফজলে রাব্বি দলের পক্ষে ১৫০ মিনিটে ১১৪ বলে ৬৫ রান সর্বোচ্চ করেন।
জবাব সাউথ জোন ৫০ ওভারে ৯ উইকেটে শেষ হয় ইনিংন ২৪১ রানে। ৩ রানে হেরে গেলে বিসিবি সাউথ জোন। নর্থ জোনের রাবিকুল হাসান ম্যাচ সেরা নির্বাচিত হন।