স্মার্টফোনের উল্টো ‘লাইটফোন’
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
স্মার্টফোনের ঠিক উল্টো ‘লাইটফোন’। যেখানে রয়েছে শুধু কল করার সুবিধা।
ডিজাইনের দিক থেকে একদম সাদামাটা এই লাইটফোন। ফোনটির আকার একটি ক্রেডিট কার্ডের মতোই পাতলা।তাই খুব সহজেই বহন করতে পারবেন লাইটফোন।
এই ফোন ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন শুধু একটি সিমকার্ড। শুধু কল করতে এবং ধরতে পারবেন লাইটফোনের সাহায্যে। ইন্টারনেট ব্রাউজিং, মেসেজিং কিংবা গেম কোনো কিছুরই দেখা মিলবে না স্মার্টফোনের উল্টো এই সংস্করণটিতে।
তবে এখানে কিন্তু বড় একটি সুবিধা থাকছে, একবার চার্জ দিলে লাইটফোন ব্যবহার করা যাবে সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত! দামের ব্যাপারে অবশ্য এতটা ছাড় দেয়নি লাইটফোন, কিনতে চাইলে আপনাকে গুনতে হবে ১০০ ডলার।
আগামী ২০১৬ সাল থেকে বাণিজ্যিকভাবে লাইটফোন উৎপাদন শুরু হবে।তবে খুব সহজেই জনপ্রিয়তা পাবে লাইটফোন, এমনটাই মনে করছেন নির্মাতাদ্বয়।