১০০ মার্কিন সেনাকে হত্যার আহবান আইএসের

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ১০:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

us sena১০০ মার্কিন সেনার নাম, পরিচয় ও ছবি দিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ( আইএস) এর পক্ষ থেকে তাদের হত্যার আহবান জানানো হয়েছে।

শনিবার ‘ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন’ নামে পরিচয় দিয়ে এক ওয়েবসাইটে ওই আহবান জানানো হয়।

ওয়েবসাইটে বলা হয়, মার্কিন সেনাদের হত্যার মাধ্যমে সমর্থকদের ‘শেষ পদক্ষেপ’ নেওয়ার আহবান জানায়।

প্রকাশিত বার্তায় বলা হয়, হ্যাকিংয়ের মাধ্যমে ওই সেনাদের নাম, ঠিকানা ও ছবি সংগ্রহ করা হয়েছে। তাদের হত্যা মিশন শিগগিরই কার্যকর করবে তাদের অনুসারীরা।

এ হুমকির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

দফতরের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ‘আমি তথ্যটির সত্যতা নিশ্চিত করতে পারছি না। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

তিনি আরো বলেন, ‘যথাযথ ও কার্যকরী অভিযান পরিচালনা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা পদ্ধতি গ্রহণ করার জন্য আমরা সর্বদায় আমাদের সেনাদের উৎসাহ দিয়ে থাকি।’

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক মুখপাত্র জানান, সেনাদের অনলাইন ফুটপ্রিন্ট পরীক্ষা করে দেখার উপদেশ দেওয়া হবে এবং তাদের অনলাইনে গোপনীয়তা (প্রাইভেসি) সেটিং সংযুক্ত করা হবে।

শনিবার আইএসের ওয়েবসাইটে ইংরেজিতে পোস্ট করা বার্তায় বলা হয়, বিভিন্ন সার্ভার ও ডাটাবেজ থেকে আমরা মার্কিন সেনাদের সম্পর্কে বহু তথ্য পেয়েছি। আমরা ১০০ সেনার নাম ঠিকানা ফাঁস করার সিদ্ধান্ত নিয়েছি যাতে করে আমেরিকায় বসবাসরত আমাদের ‘ভাইয়েরা’ তাদের সঙ্গে বোঝাপড়া করতে পারে।

ইসলামিক স্টেট হ্যাকিং বিভাগ ওই তথ্যসংগ্রহ করেছে বলে ওই বার্তায় দাবি করা হয়েছে। তথ্যসূত্র : আলজাজিরা, বিবিসি।

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G