১০ ইউএস নাবিক আটক করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
সমুদ্রসীমায় অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের ১০ নাবিকসহ দুটি টহল নৌযান বন্দি করেছে ইরান।
স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ এবং একজন নারী রয়েছে। ঘটনাটি ঘটেছে ইরানের ফার্সি দ্বীপের কাছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, নৌযান দুটি কুয়েত এবং বাহরাইনের মধ্যকার জলসীমায় একটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিচ্ছিল। কুয়েত থেকে বাহরাইন যাবার পথে আটককৃত দুটি নৌযানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। একটি নৌযান কারিগরি ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে যায়। পরবর্তীতে নাবিকরা নিরাপদ আছে বলে জানায় ইরান।
ঘটনার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সঙ্গে যোগাযোগ করেছেন।
তবে যুক্তরাষ্ট্র কারিগরি ত্রুটির কথা বললেও ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স বলছে, ইরানের জলসীমায় অনুপ্রবেশের কারণে দেশটির রেভ্যুলশনারি গার্ড ৯ জন পুরুষ এবং একজন মহিলাকে আটক করেছে। ফার্স নিউজ আরো জানায়, নাবিকদের ছাড়িয়ে নিতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে মধ্যস্থতা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
প্রতিক্ষণ/এডি/এফটি