১০ কোটি টাকা দামের হাজার বছরের পুরোনো মূর্তি উদ্ধার

প্রকাশঃ অক্টোবর ২১, ২০২২ সময়ঃ ৭:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৬ অপরাহ্ণ

র‍্যাব-৮ ফরিদপুর আজ হাজার বছরের পুরোনো এক কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রায় দশ কোটি টাকা দামের এই মূর্তি উদ্ধারের সময় তিন চোরাচালানকারীকে আটক বরে র‌্যাব। র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম জানান, তাদের একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের সূত্র ধরে বিষ্ণু মূর্তিটি উদ্ধারে নামে।

র‌্যাব গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দা আবুল খায়ের মোল্লা (৫৭) ও টুকু মুন্সি (৩৫) এবং পাবনার আমিনপুর উপজেলার রাম নারায়ণপুর গ্রামের রমজান মোল্লাকে (২৮) আটক করে।

আটককৃত তিন ব্যক্তির কাছ থেকে একটি অতি পুরাতন পাথরের মূর্তি উদ্ধার করা হয়। স্থানীয় স্বর্ণকার মূর্তিটিকে কষ্টি পাথরের তৈরি বিষ্ণু মূর্তি বলে নিশ্চিত করেন। তা পাল আমলে আনুমানিক সাতশ’ থেকে এক হাজার বছর পূর্বে তৈরি বলে অবহিত করেন।

আটককৃতরা স্বীকারোক্তি  দিয়েছে, তারা চোরাচালান এবং বিক্রির উদ্দেশ্যে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি বিগত প্রায় ছয় মাস নিজেদের হেফাজতে রেখেছিল। মূর্তিটির মূল অংশের উচ্চতা ২৬.৫ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি, ওজন ৩২ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মামলা রুজু করা করা হয়েছে।

সূত্র : র‌্যাব-৮ (ফরিদপুর)

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G