১০ দিনে সিরিয়ায় নিহত আড়াইশ
আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় আহত হয়েছে আরো এক হাজার। দামেস্কের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে গত ১০ দিনে প্রায় আড়াইশ মানুষ প্রাণ হারিয়েছে।
মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’ জানিয়েছে, বিদ্রোহী অধ্যুষিত পূর্বাঞ্চলীয় গৌটা’র দুমা এলাকার এক জনাকীর্ণ বাজারে চলতি মাসের ১৬ তারিখে চালান হামলায় ১১৭ জন নিহত হয়েছে।
স্থানীয় রিফ দামেস্ক এলাকার মুখপাত্র জানিয়েছেন,ওই এলাকায় উদ্ধারকর্মীরা ২৬৫টি মৃতদেহ উদ্ধার করেছেন। এদের মধ্যে ৪৪টি শিশু ও ৩৩ জন নারী। হামলায় আরো ১২শ জন আহত হয়েছে। হামলার পর দুমা অঞ্চলটিকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে সিভিল ডিফেন্স।
সিরিয়ায় গত চার বছর ধরে চলা গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। এছাড়া গৃহহীন হয়েছে আরো ১ কোটি ১০ লাখ মানুষ। গত ১৬ তারিখে বেসামরিক লোকজনের ওপর চালান হামলার নিন্দা করে জাতিসংঘ বলেছে, প্রেসিডেন্ট আসাদ ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে। তবে সিরিয়ার রাজনৈতিক বিরোধী পক্ষ বলছে, এ ধরনের হামলার শাস্তি না হলে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কোনো অবসান হবে না।
প্রতিক্ষন/এডমি/এফজে