ক্রীড়া প্রতিবেদক
২০ নভেম্বর বিকেএসপিতে শুরু হবে দশম বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। সেন্ট্রাল জোন, বিসিবি সাউথ, বিসিবি নর্থ এবং ইসলামী ব্যাংক এই চারটি দল নিয়ে একদিনের প্রতিযোগিতাটি একক লিগ ফরম্যাটে খেলা হবে।
ফাইনাল ছাড়া বাকি সব ম্যাচই হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। ২৭ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির ফাইনাল বলে আজ বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মঙ্গলবার দশম বিসিএলের প্লেয়ার ড্রাফট কাল (১৫ নভেম্বর মঙ্গলবার) এসবিএনসিএস-এর মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হবে। খসড়া শুরু হবে বেলা ১১টায়।
বিসিবির ঘোষিত সূচী মোতাবেক ২০ নভেম্বর বিকেএসপি-৩ নম্বর গ্রাউন্ডে সেন্ট্রাল বনাম ইসলামি ব্যাংক আর বিকেএসপি-৪ নম্বর গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দিনের অপর ম্যাচ বিসিবি নর্থ বনাম বিসিবি সাউথ।
২২ নভেম্বর সেন্ট্রাল বনাম বিসিবি সাউথ খেলবে বিকেএসপি-৪ নম্বর গ্রাউন্ডে আর একই দিনে বিসিবি নর্থ বনাম ইসলামি ব্যাংক খেলবে বিকেএসপি-৩ নম্বর গ্রাউন্ডে।
২৪ নভেম্বর সেন্ট্রাল বনাম বিসিবি নর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেএসপি-৩ নম্বর গ্রাউন্ডে আর অপর ম্যাচটি বিসিবি সাউথ বনাম ইসলামি ব্যাংক খেলবে বিকেএসপি-৪ নম্বর গ্রাউন্ডে।
২৭ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের উইকেটে।
সূত্র : বিসিবি বিজ্ঞপ্তি