১০ ভারতীয় জেলে আটক

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৬ সময়ঃ ৪:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ad1_18_2বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ ১০ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

শুক্রবার দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে মংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার ফেয়ারওয়ে বয়া এলাকায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা।

ভোরে ঐ এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলী ভারতীয় ১০ জেলেসহ এফবি সনাতন নামে একটি ট্রলার আটক করে।

আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।

আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে।

ট্রলারে থাকা প্রায় ২০ মণ বিভিন্ন প্রজাতির মাছ নিলামের মাধ্যমে বিক্রি করে টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G