১০ হাজার বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছে আসছে শনি

প্রকাশঃ জুন ১, ২০১৬ সময়ঃ ৫:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

AW_187527_OUTERPLANETS_Saturn_doegjg

এবার পৃথিবীর যতটা কাছে আসতে যাচ্ছে শনি গ্রহ, গত ১০ হাজার বছরেও এতটা কাছে আসেনি। এ চমকপ্রদ তথ্য নিশ্চিত করে নাসা জানিয়েছে, পৃথিবীর মানুষ কোথাও আজ ১ জুন ও কোথাও ২ জুন এক ভিন্ন ধরণের মহাজাগতিক দৃশ্যের সাক্ষ্ণী হতে চলেছে।

এ ব্যাপারে নাসার মুখপাত্র জর্জ পুলার বলেন, “শনি সাধারন পৃথিবির এত কাছে আসে না, এবং এটা এমন একটা দৃশ্যের অবতারণা করতে চলেছে যা পৃথিবীর বর্তমান বাসিন্দাদের কেউ তাদের জীবনকালে প্রত্যক্ষ করেনি।” তিনি আরো বলেন, “আমরা গ্রহটিকে নিয়ে আরো ভালোভাবে গবেষণা করার সুযোগ পাওয়ার জন্য অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছি। এছাড়া সাধারণ মানুষও এই অসাধারণ, বলয়সমৃদ্ধ গ্রহটিকে দেখার সুযোগ পাবে যা সচরাচর ঘটে না।”

পুলার জানান, যেহেতু শনি আজ উল্টোদিকে ঘুরবে তাই নাসা চায় শনির বিপরীত দিকটি দেখার সুযোগ পেতে, যে দিকটির ছবি তোলার সুযোগ নাসা আগে কখনো পায়নি।

“১৯৩০ সালেও শনি পৃথিবীর অনেক কাছে আসে, যদিও এবার মতো এতটা কাছে নয়।” বলেন পুলার। তিনি আরো যোগ করেন, “শনির শেষ আবর্তনতীলকের কিছু ছবি আমাদের কাছে রয়েছে। তবে এবারেরটি একদমই ভিন্ন কিছু হতে যাচ্ছে যা গতবারের ঘটনাকেও ছাড়িয়ে যাবে।”

পুলার বলেন, “আমরা আজ ১ জুন ইস্টার্ন টাইম বিকাল ৪.৪৫ এ যুক্তরাষ্ট্রে শনি গ্রহ দেখার অপেক্ষায় আছি। এই অভিজ্ঞতাটি হবে অতুলনীয়, তাই আপনার ক্যামেরাটি প্রস্তুত রাখুন।“

উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রে ১ জুন ইস্টার্ন টাইম বিকাল ৪.৪৫ মানে বাংলাদেশে ২ জুন ভোর ২.৪৫ মিনিট। তাই প্রিয় পাঠক, মহাজাগতিক ঘটনাপ্রবাহের প্রতি আগ্রহ থাকলে আপনি প্রস্তুত রাখতে পারেন আপনার ক্যামেরাটিও!

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G