১১ এপ্রিলঃ সিগারেট ট্যাক্সের শুরু
প্রতিক্ষণ ডেস্কঃ
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এরও অনেক আগে সমগ্র বাংলাদেশে প্রকাশ্যে ধূমপান আইনত নিষিদ্ধ করা হয়। ধূমপানের মতো ক্ষতিকর জিনিস ঠেকাতে শুধু এই ধরণের আইনই নয়, সিগারেট ও তামাকজাতীয় দ্রব্যের উপর ট্যাক্স বসানোকেও একটি ভালো আইডিয়া হিসেবে বিবেচণা করা হয় যা তামাকের উৎপাদন ও ব্যবহার নিরুৎসাহিত করে।
কিন্তু আপনি জানেন কি, বিশ্বে সর্বপ্রথম কোথায় ও কোন দিনে সিগারেটের উপর ট্যাক্স আরোপ করা হয়? না জানা থাকলে জেনে নিন। আজকের এই দিনে অর্থ্যাৎ ১১ এপ্রিলে বিশ্বে প্রথমবারের মতো সিগারেটের উপর ট্যাক্স বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯২১ সালের সেই ১১ এপ্রিলটি ছিল সোমবার। এই ট্যাক্স আরোপের সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আইওয়া ইতিহাসে প্রথম সিগারেটের উপর ট্যাক্স আরোপকারী রাজ্যে পরিণত হয়। এই ট্যাক্সের হার ছিল সিগারেটের প্রতি প্যাকেজে ২ সেন্ট।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া
======