ক্রীড়া প্রতিবেদক
অতিথি ভারতের বিপক্ষে কাল ১৩ বছর পর মিরপুরে সিরিজের শেষ টেষ্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে চট্টগ্রামের উইকেটে ১৮৮ রানে হারে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
হতাশার মধ্যে আনন্দ হচ্ছে, চলতি সিরিজে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছে ভারত।
তবে টেষ্ট আঙ্গিনায় বহু পথ পেছনে থাকা বাংলাদেশ কাল দ্বিতীয় ও শেষ টেষ্টে বিশেষ কিছু করতে এমনটা প্রত্যাশা করা কঠিন বিষয়।
কারণ বিগত দিনে ১২টি টেষ্টে খেলে বাংলাদেশ আজও ভারতের বিপক্ষে ২টি ড্র ছাড়া কিছুই করতে পারেনি। ১২ টেষ্টের মধ্যে ২টি মাত্র ড্র আর ৫টিতে ইনিংস ব্যবধানে হার হজম করা বাংলাদেশ মিরপুরের উইকেটে ১৩ বছর আগে ২০১০ সালের জানুয়ারীতে টেষ্ট খেলেছিল।
২০১০ সালে মিরপুরে খেলা সে টেষ্টে বাংলাদেশের মাহমুদুল্লাহ-র ১ম ইনিংসে অপরাজিত ৯৬ আর দ্বিতীয় ইনিংসে ১৫১ রান ওপেনার তামিম, কেউ দলে নেই।
তাই কাল ভরসা হতে পারে সাকিব-মুশফিক দুই সিনিয়রের ব্যাটেই। তবে সাথে লিটনের নামটিও যোগ হবে। কারণ এ বছর ২০২২ সালের ২৩ মে মিরপুরের উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক-লিটনের ৬ষ্ঠ জুটিতে ২৭২ রানের জুটি আজও স্মরণীয়। সে টেষ্টে বাংলাদেশ হারলেও এ দুই জনের জুটি মনে রাখার মতোই ঘটনা। কারণ মুশফিক অপরাজিত ১৭৫ আর লিটন করেন ১৪১ রান।
২৪ রানে ৫ উইকেটে পতনের পর ৬ষ্ঠ জুটিতে মুশফিক-লিটন মিলে ২৭২ রান যোগ করেন। তাই কাল প্রত্যাশা বা স্বপ্নতো দেখা যেতেই পারে। মুশফিক-লিটন আর সাকিবের ব্যাট কথা যদি বলে উঠে তাহলে নতুন কিছু হতেই পারে।