১৪টি পরিবার খোলা আকাশের নীচে

প্রকাশঃ জানুয়ারি ৮, ২০১৬ সময়ঃ ৩:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪২ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে উচ্ছেদ অভিযানের নোটিশে ১৪টি  ভূমিহীন পরিবার তাদের মাথা গোজার ঠাঁই ছেড়ে খোলা আকাশের নীচে জীবন যাপন করছে।

বাগেরহাট

আজ শুক্রবার, নোটিশের সময়সীমা পার হওয়ায় সকাল থেকে ঐ পরিবারগুলোর সদস্যরা তাদের ঘর ভেঙ্গে নিতে শুরু করেছে। একই সাথে তারা পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নিয়েছে ঐ এলাকার বিভিন্ন গাছের তলায়। সেখানে তারা পলিথিন ব্যবহার করে এক প্রকার ঘর বানিয়ে আপাতত শীতের তীব্রতা থেকে বাঁচার চেষ্টা করছে।

মোরেলগঞ্জের কুঠিবাড়ি এলাকায় নদীর তীরে খাস জমিতে তারা টানা ৪০বছর ধরে ঘরদরজা তুলে বসবাস করছে। পরিবারগুলোর লোকসংখ্যা ৯০ জন। এরমধ্যে ১৬জন শিশু ও ১৫জন বৃদ্ধা নারী রয়েছেন।

বাগেরহাট

সম্প্রতি ঐ ঘরগুলো উচ্ছেদের জন্য ১মাসের সময় দিয়ে নোটিশ দেয় বাগেরহাট জেলার অতিরিক্ত প্রশাসক(রাজস্ব)।

উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা বলেন, ‘নদীর তীরবর্তী ঐ জমিতে আমরা ৪০বছর ধরে বসবাস করছি।এই জমিটুকু যুগযুগ ধরে পরিত্যাক্ত অবস্থায় আছে। আমরা ডিসিআর নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। একটি ক্ষমতাধর মহল ঐ জায়গায় ইট, বালুর ব্যবসা করার লক্ষে পরিকল্পিতভাবে আমাদেরকে উচ্ছেদ করছে। আমরা বিনা প্রয়োজনের এই উচ্ছেদ অভিযান থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি’।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G