১৪৮ যাত্রী নিয়ে ফ্রান্সে বিমান বিধ্বস্ত

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ৫:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

german wings bbদক্ষিণ ফ্রান্সের আলপসে ১৪২ যাত্রী ও ৬ জন ক্র নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

ফ্রান্সের পুলিশ ও বিমান সংস্থার অফিস সূত্রে বলা হয়েছে, জার্মানীর বিমান এ-৩২০ মঙ্গলবার আল্পাস পর্বতে বিধ্বস্থ হয়।

স্পেনের বার্সোলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফে যাচ্ছিল বিমানটি। আরোহীদের অবস্থা সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে মনে করা হচ্ছে আরোহীদের কেউ আর বেঁচে নেই।’

ফ্রান্সের বিমান কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, এয়ারবাস এ ৩২০ বিমানটি মঙ্গলবার ডিজনির কাছাকাছি আলপসে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানটি স্বল্প ব্যায়ের বিমান কোম্পানি জার্মানউইংস-এর। ১৯৯১ সাল থেকে বিমানটি সেবা দিয়ে আসছিল।

এদিকে ফ্রান্সের আঞ্চলিক পত্রিকা লা প্রোভেন্স-এর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বিমান কোম্পানি জার্মান উইংস বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর গণমাধ্যম থেকে জেনেছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি তারা। জার্মান উইংয়ের অফিসিয়াল টুইটার বার্তায় এ কথা বলা হয়েছে।

এদিকে বিধ্বস্ত বিমানের যাত্রীরা বেঁচে আছেন এমন সম্ভাবনা কম বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোঁয়া ওলান্দ।

ফ্রাঁসোয়া ওঁলাদ এই বিমান দুর্ঘটনাকে ‘ট্রাজেডি’ আখ্যা দিয়ে হতাহতদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, দুর্ঘটনাস্থলে পৌঁছানো খুবই দুরূহ হবে।

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G