১৪ দলের গণমিছিল চলছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৪:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৭ অপরাহ্ণ

14 dol 2অান্দোলনের নামে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশবিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, পেট্রোল বোমা হামলা, চোরাগুপ্তা বোমা হামলা, জঙ্গি নাশকতা, জ্বালাও পোড়াও, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মানুষ হত্যার প্রতিবাদে গণমিছিল শুরু করেছে ঢাকা মহানগর ১৪ দল।

মিছিলটি শুক্রবার বিকেল ৪ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের গেট থেকে শুরু হয়। যা শেষ হবে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে গিয়ে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গণমিছিল সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মিছিলে অাওয়ামী লীগ ও ১৪ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত রয়েছেন।

প্রতিক্ষণ /এডি/জালালী

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G