১৫ জানুয়ারি হজ্বের প্রাক নিবন্ধন শুরু
২০১৭ সালে যারা হজ্বে যাবেন তাদের জন্য প্রাক নিবন্ধন কার্যক্রম আগামী ১৫ জানুয়ারি শুরু হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর আশকোনার হজ্ব ক্যাম্পে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ প্রাক নিবন্ধন কার্যক্রমের সঙ্গে জড়িতদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছর যারা প্রাক নিবন্ধন করেও যেতে পারেননি তারা অগ্রাধিকার ভিত্তিতে এবার হজ্বে যাওয়ার সুযোগ যাবেন। প্রাক নিবন্ধন থেকে শুরু করে হজ্ব পালন পর্যন্ত সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সুব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা বলেও জানান তিনি।
জানা গেছে, গত বছর ১ লাখ ১ হাজার ৮২৯ জন হজ্ব পালন করেছিলেন। কিন্তু হজ্বে যেতে ইচ্ছুক মোট প্রাক নিবন্ধনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার। ফলে প্রাক নিবন্ধন করেও ৩৮ হাজারেরও বেশি মানুষ হজ্বে যাওয়ার সুযোগ পায়নি।
হজ্বে এ ও বি দুই ক্যাটাগরির সরকারি প্যাকেজ থাকলেও আগামী বছর একটি প্যাকেজ ঘোষণার চিন্তাভাবনা করছে ধর্ম মন্ত্রণালয়।
প্রতিক্ষণ/এডি/শাআ