১৫ বছর পর ফেসবুকে ছেলেকে খুঁজে পেল মা !  

প্রকাশঃ জুলাই ৬, ২০১৫ সময়ঃ ৮:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

১৫ বছরঅনেক সিনেমাতেই দেখা যায় ছোট বেলায় সন্তান তার মাকে হারিয়ে  ২০-২৫ বছর পর সিনেমার শেষ অংশে এসে মাকে খুঁজে পায়।

এবার সিনেমা নয় বাস্তবেই এমন চিত্র দেখা গেছে । তবে খুঁজে পাওয়ার মাধ্যমটা ছিল একটু  ভিন্ন ধরনের। গানের মধ্যে দিয়ে নয় মা তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে  পেয়েছে বর্তমান যুগের সবচাইতে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারের মধ্য দিয়ে।

১৫ বছর পর  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক মা নিজের ছেলেকে খুঁজে পেয়েছেন ফেসবুকের মাধ্যমে। ওই মা তার হারিয়ে যাওয়া ছেলের ফেসবুকের ছোট বেলার  ছবি দেখে ছেলেকে খুঁজে  পান।

মায়ের কাছ থেকে  মাত্র তিন বছর বয়সে শিশু জোনাথনকে ছিনিয়ে মেক্সিকোতে নিয়ে গিয়েছিল তার বাবা। ১৫ বছর পর সেই জোনাথন  নিজের ভাইয়ের সঙ্গে তোলা ছোটবেলার একটি ছবি ফেসবুকে পোস্ট করে। আর এই ছবির সূত্র ধরেই মা খুঁজে পান হারিয়ে যাওয়া ছেলেকে।

গত সপ্তাহে দেখা হয়েছে মা-ছেলের। দেখা হওয়ার পর মাকে জোনাথন জানিয়েছে, হাই স্কুল শেষ করে ক্যালিফোর্নিয়ায় মায়ের কাছে ফিরে আসবে সে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G