১৬ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০১৫ সময়ঃ ৫:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Hazz Flightএ বছর হজ পালনে আগামী ১৬ আগস্ট  থেকে সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হচ্ছে, আর ফিরতি ফ্লাইট শুরু ২৭ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য জানান।

মেনন বলেন , হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৬ আগস্ট। যা শেষ হবে ১৮ সেপ্টেম্বর। আর ফিরতি ফ্লাইট চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত।

তিনি বলেন, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার হজযাত্রী পরিবহণ করা হবে। বাকি অর্ধেক পরিবহণ করবে সৌদি সরকার।

উল্লেখ্য, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামি ২২ সেপ্টেম্বর (৯ যিলহজ ১৪৩৫ হিজরী) এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

প্রতিক্ষণ/এডি/মাহমুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G