১৬ মে পবিত্র লাইলাতুল মিরাজ
প্রতিক্ষণ ডেস্ক
১৪৩৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (২০ এপ্রিল) জমাদিউল সানির মাস পূর্ণ হবে এবং ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হবে রজব মাসের দিন গণনা।
রোববার জমাদিউস সানির চাঁদ দেখা না যাওয়ায় ১৬ মে শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এর নবুওয়ত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। এ রাত অতি পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ। মুসলিম জাহানের কাছে এ রাতের তাৎপর্য অপরিসীম।
প্রতিক্ষণ/এডি/এআই