১৮ কোটি টাকার সম্পদ জব্দ জাকির নায়েকের
জাকির নায়েকের ১৮ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ সম্পদ দক্ষিণ মুম্বাইয়ের ডংরিভিত্তিক এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের।
সন্ত্রাস বিরোধ আইনে তার বিরুদ্ধে করা মামলার বিষয়ে জানার জন্য আগামী ৩০ মার্চের মধ্যে সদর দফতরে হাজির হতে জাকির নায়েককে দ্বিতীয় নোটিশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)।
এর আগে চলতি মাসের ১৪ তারিখে বিতর্কিত এই ধর্মপ্রচারককে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল। ধারণা করা হচ্ছে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন।
প্রতিক্ষণ/এডি/অনু