১৮ পর্বতারোহীর মৃত্যু, আটকে আছেন শতাধিক

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৫ সময়ঃ ৭:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

index...3শক্তিশালী মাত্রার ভূমিকম্পে নেপালে এভারেস্ট বেসক্যাম্পে বরফধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। আটকা পড়েছেন আরও শতাধিক পর্বতারোহী।

এছাড়া ধসের জেরে কাঠমান্ডুর ধারামিনারে ৫০ জনেরও বেশি মানুষ আটকে পড়েছেন।

নেপালের পোখরার কাছে নামজুংয়ে এই কম্পনের এপিসেন্টার বলে জানা গেছে।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৯। ভূ-কম্পের প্রভাব ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলেও ব্যাপক হারে পড়েছে।

পাওয়া খবর অনুযায়ী ভারতে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। এর মধ্যে শুধু বিহারেই ১৫ জন। পশ্চিমবঙ্গে ৩ জন।

নেপালের প্রায় সব পুরনো বাড়ি বা মন্দির গুলি এই কম্পনে ভেঙে পড়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G