১ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৪:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

iyabaকক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানায় বিজিবি।

এ সময় মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়।

বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় বিজিবি সদস্যরা টেকনাফ সদরের কায়ুকখালী খালে অভিযান চালায়।

এ সময় পাচারকারীরা বিজিবি সদস্যদের দেখে ইয়াবা প্যাকেট বেড়িবাঁধে ফেলে পালিয়ে যায়। পরে ইয়াবার প্যাকেটি উদ্ধার করা হয়। প্যাকেটে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি জানান, বিজিবি সদস্যরা সকাল সাড়ে ৬টায় টেকনাফ সদরের হেচ্চার খালে আরও একটি অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়। তবে তার পরিচয় জানাতে পারেননি তিনি। আটকের বিরুদ্ধে অনুপ্রবেশ ও মাদকদ্রব্য আইনে মামলা হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/কাকন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G