২০১৬ সালে চালু হবে ফোরজি
আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
২০১৬ সালে চালু হবে ফোরজি। তবে তার আগেই যশোর হাই-টেক পার্কের ১ম পর্যায়ের কাজ শেষ হবে চলতি বছরের মার্চে। হাই-টেক পার্কসমূহ স্থাপনের মাধ্যমে আগামী চার বছরে ৭০ হাজার দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
নতুন উদ্যোক্তাদের সহযোগিতায় স্থাপন করা হচ্ছে ইনকিউবেশন সেন্টার। একই সঙ্গে সারাদেশে আরো ১০টি সফ্টওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ চলছে।
এর ফাঁকেই প্রণয়ন করা হচ্ছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি আইন ২০০৯ সালে প্রণীত আইসিটি পলিসিটি সংশোধিত হয়ে আইসিটি পলিসি-২০১৫ মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সম্প্রসারণ করা হয়েছে বিসিসি’র আওতায় টায়ার-৩ সার্টিফায়েড ডাটা সেন্টার। এই সেন্টারেন তথ্য ধারণ ক্ষমতা ৭৫০ টেরা-বাইট এবং ব্যান্ডউইড্থ ক্যাপাসিটি ১ জিবিপিএস।
আগামী বছরের মধ্যে এর ধারণ ক্ষমতা ২ পেটা-বাইটে উন্নীত করা হবে যা হবে বিশ্বের পঞ্চম বৃহত্তম ডাটা সেন্টার। এছাড়াও ব্র্যাকের সাথে যৌথভাবে প্রাথমিক বিদ্যালয়ের জন্য মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির কাজ এগিয়ে চলেছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাওয়ার আরো এক বছর এবং আগামী চার বছরের কর্মপরিকল্পনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এই সংবাদ সম্মেলনে রেগুলেটরি এনভাইরনমেন্ট (আইনি কাঠামো), মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো, ইন্ডাস্ট্রি প্রমোশন (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের উন্নয়ন),আন্তর্জাতিক স্বীকৃতি, বাংলাদেশ: তথ্যপ্রযুক্তির নতুন গন্তব্য, আগামী দিনের পরিকল্পনা ও কর্মপন্থাসহ ইত্যাদি বিভাগে আগামী চার বছরে আইসিটি সেক্টরের কার্যক্রম ও অর্জনের বিবরণ তুলে ধরেন তিনি।
প্রতিক্ষন/এডি/সাইমুন