২০২০ সালের মধ্যেই আসছে ৫জি ইন্টারনেট
আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
প্রচলিত ৪জি ইন্টারনেটের তুলনায় ৬৫ হাজার গুন গতি সম্পন্ন ৫জি ইন্টারনেট সুবিধা আসছে ২০২০ সালের মধ্যেই। এই প্রযুক্তি চালু হলে ১টিবিপিএস গতিতে ব্যবহার করা যাবে ইন্টারনেট।
বিষয়টি নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাজ্যের সারে ইউনিভার্সিটির ৫জি ইনোভেশন সেন্টার (৫জিআইসি)। সেখানকার গবেষকেরা ইতোমধ্যেই ১ টিবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
এই প্রযুক্তি চালু হলে ৫জি ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন পড়বে নতুন প্রযুক্তি সমৃদ্ধ স্মার্টফোন। বাজারে এখন পর্যন্ত ৪জি প্রযুক্তির স্মার্টফোন প্রচলিত আছে।
গবেষক দলের প্রধান আশা প্রকাশ করে জানিয়েছেন, সাধারণ মানুষের জন্য ২০১৮ সালের মধ্যে এই প্রযুক্তি চালু করা সম্ভব। কিন্তু যুক্তরাজ্যের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা এক্ষেত্রে বলছে ভিন্ন কথা। সংস্থাটি জানিয়েছে, ২০২০ সালের আগে এই প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত করা সম্ভব নয়।
প্রতিক্ষণ/এডি/জয়