যুক্তরাষ্টের মধ্যবর্তী নির্বাচন : ট্রাস্পের দল এগিয়ে
আন্তর্জাতিকে ডেস্ক
যুক্তরাস্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে সিএনএন-র প্রজেকশনে মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল পুনরায় নির্বাচনে জয়ী হওয়া কথা বলা হয়েছে। সিএনএন-র রিপোর্টে রিপাবলিকান ম্যাথিউ ডিপার্নোকে পরাজিত হবার কথা বলা হয়েছে। সিএনএন-র আপডেটে শেষ অবদি বাইডেনের চেয়ে ট্রাম্প এগিয়ে রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
ডিপার্নো মিশিগানের ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার প্রচেষ্টায় একজন অন্যতম নেতা ছিলেন। অ্যানট্রিম কাউন্টিতে ভোট জালিয়াতির দাবি করে একটি মামলা দায়ের করেছিলেন। যদিও মামলাটি ব্যর্থ হয়েছে এবং ডোমিনিয়ন ভোটিং মেশিন সম্পর্কে ডিপার্নোর তত্ত্বগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বাতিল করা হয়। তিনি ২০২০ সালের নির্বাচনে যারা দুর্নীতি করেছেন তাদের বিচার করার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন।”
সিএনএন এর জিম অ্যাকোস্টা থেকে প্রকাশিত হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত রাতের হতাশাজনক জিওপির মধ্যবর্তী ফলাফলের পরে “উচ্ছ্বল” এবং “সবাইকে চিৎকার করছেন।” অভ্যন্তরীণ ভাবে তার সাথে যোগ দিতে ট্রাম্প আহবান জানান। ট্রাস্পের উপদেষ্টা সিএনএনকে এ তথ্য দিয়েছে।
সূত্র : সিএনএন