২০ দলের বিক্ষোভ আজ
গত ৬ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
এরসাথে শুক্র ও শনিবার বাদে সপ্তাহের বাকিদিন গুলোতে চলছে হরতাল। দীর্ঘদিন পর এবার ব্যাতিক্রম ঘটলো।
অনির্দিষ্টকালের অবরোধ চললেও আজ বুধবার নেই হরতাল।
তবে আজ দেশের সকল জেলা, উপজেলা ও মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি জোট।
বিএনপির যুগ্ম মহাসচিব নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে দেওয়াসহ কয়েকটি দাবিতে কর্মসূচি পালত হচ্ছে।
মঙ্গলবার বিকেলে জোটের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু এই কর্মসূচির ঘোষণা দেন।
সূত্র জানায়, বুধবার সকাল ৬টায় ২ ঘণ্টার হরতাল শেষ হলেও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কারণে হরতাল বাড়ায়নি ২০ দল।
বিবৃতিতে তিনি বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২০ দলীয় জোটের গুম হওয়া সকল নেতা-কর্মীদের তাদের পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া; সারাদেশে গুম, খুন, বন্দুক যুদ্ধের নামে ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা, গণগ্রেফতার বন্ধ ও যৌথবাহিনীর নামে বিশেষ বাহিনীর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে।’
শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করতে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীকে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দেশব্যাপী বিএনপিসহ ২০ দলীয় জোটের অঙ্গীভূত সব শরিক দলকে তাদের স্ব স্ব উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য বিবৃতিতে অনুরোধ করেন বরকত উল্লাহ বুলু।
প্রতিক্ষণ/এডি/রাহাত