২০ মার্চ দুই মন্ত্রীকে হাজিরের নির্দেশ

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৬ সময়ঃ ১০:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

montriমীর কাসেম আলীর চূড়ান্ত রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে আপত্তিকর বক্তব্যের ব্যাখ্যা দিতে ফের খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ২০ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৯ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ খাদ্যমন্ত্রী কামরুলের সময় আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

সকাল সোয়া ৮টা দিকে প্রধান বিচারপতি ও বিচারাধীন মামলার বিষয়বস্তু নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক শুনানি করেন। এদিকে, গতকাল সোমবার দুই মন্ত্রী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আপিল বিভাগে আবেদন করেন। খাদ্যমন্ত্রী দেশের বাইরে থাকায় হাজিরার জন্য এক সপ্তাহ সময় প্রার্থনা করেন। তার সময় আবেদন মঞ্জুর করে আজ দুই মন্ত্রীকে ফের ২০ মার্চ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।  

 

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G