২১ শে ফেব্রুয়ারিতে শুভ বুদ্ধির উদয় হবে
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যাপ্ত নিরাপত্তা দেবে র্যাব।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনারের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে একথা জানান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেন, শহীদ মিনার এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্সও।
বেনজীর আহমেদ বলেন, ২১ ফেব্রুয়ারির দিবসটি আর্ন্তজাতিক। এদিন হরতাল-অবরোধ থাকা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আশা করি হরতাল-অবরোধকারীদের শুভ বুদ্ধির উদয় হবে। যাতে সাধারণ মানুষ দিবসটি পালন করতে পারেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবে ভিভিআইপি, ভিআইপি দেশি-বিদেশি বহু মানুষ। দেশের চলমান অবস্থা বিবেচনা করে এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যারব এ উদ্যোগ নিয়েছে।
এজন্য রাজধানী ঢাকাসহ সারা দেশে মোতায়েন করা হবে ৮ হাজার র্যাব সদস্য। গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হবে তল্লাশিচৌকি।
প্রতিক্ষণ/এডি/রবি