২২ বছর ধরে গর্তে বসবাস

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৭ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০০ অপরাহ্ণ

2পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে। এক ধরণের মানুষ অর্থ, বিত্ত আর খ্যাতির পিছনে ছোটে। অন্য ধরণের মানুষ তাদের কাছে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকে। কোন ধরণের বিত্ত বৈভব ছাড়াই কলম্বিয়ান দম্পতি মিগুয়েল রেস্ট্রেপো আর মারিয়া গার্সিয়া রাস্তার পাসে একটি গর্তে ২২ বছর ধরে বসবাস করছেন।

ম্যাডেলিন শহরে তাদের যখন পরিচয় হয়, দুজনেই মাদকাসক্ত ছিলেন। এলাকাটাও সন্ত্রাস আর মাদকের আখড়া হিসেবে কুখ্যাত ছিল। মাদক তাদের জীবন ধ্বংস করে ফেলে, রাস্তায় বসবাস করা ছাড়া তাদের আর কোন গত্যন্তর থাকে না।

একটা সময়ে এসে দুজনে একইসাথে মাদক সেবন ছেড়ে দেয়। আত্মীয়-পরিজন বা বন্ধুবান্ধব কেউই তাদের আর্থিক সাহায্য করতে রাজি হয় না। উপায়ান্তর না দেখে রাস্তার পাশের এই নর্দমাটিকেই তারা ঘর হিসেবে বেছে নেয়।

নর্দমা মানেই ময়লা আর দুর্গন্ধের আস্তানা। কিন্তু তারা এটিকে পরিষ্কার করে বসবাসের প্রয়োজনীয় তৈজসপত্র মজুদ করেছে।  তাদের এই ঘরে বৈদ্যুতিক সংযোগ আর টেলিভিশন পর্যন্ত আছে। উৎসব ও পার্বণে তারা  ঘরটিকে সাজানোর চেষ্টা করে। বাজার করতে বা অন্য কারণে মিগুয়েল দম্পতি বাইরে গেলে পোষা কুকুর ‘ব্ল্যাকি’ ঘরটি পাহারা দেয়।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G