২৪ আইএস জঙ্গিকে মৃত্যুদণ্ড
ইরাকের তিকরিতে হত্যাকাণ্ড চালানোর দায়ে ২৪ জন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাগদাদের একটি আদালত।বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।
২০১৪ সালে তিকরিতে ক্যাম্প স্পেইশারে শত শত ইরাকি সেনা হত্যা ও ও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার দায়ে তাদের এ দণ্ড দেন আদালত।
এ ব্যাপারে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখপাত্র আব্দুল-সাত্তার আল-বিরকদার সংবাদমাধ্যমকে বলেন, স্পেইশার হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট থাকার দায়ে বুধবার ওই ২৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরাকের কেন্দ্রীয় অপরাধ আদালত। এর আগে হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন অভিযুক্তরা।
তবে অভিযুক্তরা নিজেদেরকে নির্দোষ দাবি করে জানান ইরাকি কর্মকর্তারা অত্যাচারের মুখে জোরপূর্বক তাদের জবানবন্দি আদায় করেছে।
২০১৪ সালে আইএস জঙ্গিরা তিকরিত দখল করে নিলে তাদের হাতে বন্দি হয়ে পড়ে এক হাজার ৭শ’ ইরাকি সেনা। পরবর্তীতে তাদেরকে হত্যা করে আইএস। সংগঠনটির পক্ষ থেকে অনলাইনে এ হত্যাকাণ্ডের ভিডিও ও ছবিও প্রকাশ করা হয় সেসময়।
প্রতিক্ষণ/এডি/জুয়েল